আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রগ্রামের আয়োজনে ১৬ জুলাই ২০২৫ বুধবার সকাল ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে স্থানীয় প্রেস ক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি সেখসাদী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,রংপুর বিভাগের এরিয়া কোঅর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশনস আলভী হোসাইন। তিনি বলেন, স্বাস্থ্য, পুষ্ঠি ও নিরাপদপানি প্রকল্প চলমান রয়েছে। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত বিভিন্ন বয়সের শিশু,কিশোর বিধবা নারী, দরিদ্র ও চরম দারিদ্র সীমার নীচে বসবাসকারী পরিবার ও প্রতিবন্ধী নিয়ে ওয়ার্ল্ড ভিশন কাজ করছেন। তিনি আরও বলেন, ৩১৫ পরিবারকে ১৮ হাজার টাকা করে সবজি চাষ, হাসমুরগী পালন ক্ষুদ্র ব্যবসা করার জন্য প্রদান করে আসছেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া ম্যানেজার সুজিত কস্তা বলেন, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা নিশ্চিতে ওয়াল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রগ্রাম এর অগ্রগতি ও পরিচিতির ক্ষেত্রে মিঠাপুকুর প্রেস ক্লাব অন্যতম একটি অংশীদার। চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে শিশু সাংবাদিকতা ক্ষেত্র তৈরী, বিশেষত শুন্য অপুষ্ট শিশু, শুন্য শিশু শ্রম, শুন্য বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু, শুন্য বাল্যবিবাহ এবং শুন্য প্লাষ্টিকের ব্যবহার নিশ্চিতে সকলের সহযোগীতা ও পরামর্শ কামনা করছি।
বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান রিপুল, সাবেক প্রেস ক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন প্রমুখ।