ষ্টাফ রিপোর্টারঃ
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন জেলা প্রশাসন। শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারন শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সরকারি বেসরকারী দপ্তরের বিভিন্নপর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রিনা পারভিন, জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, এনসিপির সদর উপজেলা সমন্বয়ক তানবিরুল বারি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, খোরসেদ মাহমুদ, মাসুদ রানা,মাহফুজ রহমান, আবু হাসান, গণমাধ্যম কর্মী মোশারফ হোসেন, সরকার হায়দার প্রমুখ ।
বক্তারা এসময় বলেন জুলাই শহিদ দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।