ক্রীড়া ডেস্কঃ
তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল পাঁচটায়।
সংক্ষিপ্ত এ সফরে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে আসছেন সালমান আগা। সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। বাকি দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আইসিসি এফটিপির বাইরে দুই দেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এ সিরিজ।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয় টি২০ ম্যাচ খেলতে আসবে পাকিস্তান। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এ সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে। যেখানে আগের সিরিজের পাঁচ ক্রিকেটারের বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন আহমেদ দানিয়াল, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি। পাকিস্তান দল আজ ঢাকায় চলে এলেও বাংলাদেশ দেশে ফিরবে আগামীকাল। আজ কলম্বোতে তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে লিটনদের।
বাংলাদেশে আসার আগে সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’
বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনায় তিন তারকা ক্রিকেটার আছেন বলে জানান সালমান আগা। তিনি বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি এবং ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখা যাবে। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হলেন সিনিয়র খেলোয়াড় এবং তারা এই পুলের অন্তর্ভুক্ত।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড