ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাদারীপুরের পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা ছিলো বুধবার (১৬ জুলাই) বেলা ৩ টায়। এজন্য মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে বিশাল মঞ্চ তৈরী করা হয়েছিলো। বৃষ্টি ও বিরুপ আবহাওয়া উপেক্ষা করে এজন্য সকাল থেকেই শহরের আশেপাশ ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে তাদের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত হতে থাকে। সাধারণ মানুষও উৎসুক ছিলো তাদের দেখার জন্য। এ কারণে নিরাপত্তার জন্য সভাস্থল ও শহরে বিভিন্ন জায়গায় প্রচুর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিলো পুলিশ প্রশাসন। কিন্তু মাদারীপুরের কর্মসূচীর আগে সকালে গোপালগঞ্জে এনসিপি'র পদযাত্রা কর্মসূচী থাকায় সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা- যা বিকাল পর্যন্তও চলমান ছিলো। এক পর্যায়ে গোপালগঞ্জ জেলা পুলিশ ও আইন-শৃঙ্খলাবাহিনী তাদের নিরাপত্তা প্রদানে হিমশিম খেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবরুদ্ধ হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছুটে গিয়ে যৌথবাহিনীর সাথে একাত্ম হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের উদ্ধার করে। তখন এনসিপি'র মাদারীপুর জেলা শাখার স্থানীয় নেতৃবন্দ ও কর্মী-সমর্থকেরা সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের বিভিন্ন সড়কে মিছিল ও স্লোগানে মুখরিত রাখে, অবস্থান নেয় মঞ্চের আশেপাশে কখন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন । কিন্তু সন্ধ্যা নাগাদও এনসিপি'র নেতৃবৃন্দ মাদারীপুরের প্রোগ্রামে এসে পৌঁছান নি। মাদারীপুরের নেতৃবৃন্দরা জানিয়েছেন- পরবর্তী কর্মসূচী তারা পরে জানাবেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড