আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ" স্লোগানে নওগাঁয় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
জেলা সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, রাজশাহী জেলা আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, যশোর জেলার আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সাংবাদিক ফরিদুল করিম তরফদার ও নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলি সহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় নওগাঁ জেলা সহ বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার সুজনের সদস্য, পেশাজীবি, নারী উদ্যোক্তা ও সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা সহ সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানান বক্তারা।
সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন- রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যানমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাষণ কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড