
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের চোকিদার পাড়ায় কথাকাটাকাটির জেরে চাচার হাতে ভাতিজা নির্যাতনের শিকার হয়েছে। আহত ভাতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ১৩ জুলাই রবিবার সকাল বেলায় ফজলুল হকের ১২ বছর বয়সী ছেলে সাকিব ইসলামের সাথে মৃত ছলেমানের ছেলে রেজাউল করিম (৩৩) এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে ভাতিজা সাকিবের ওপর শারীরিক নির্যাতন চালায়। এতে সাকিবের চোখ ও গালে রক্ত জমাট বেঁধে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের লোকজন দ্রুত সাকিবকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সাকিব ইসলামের বাবা ফজলুল হক বলেন, সামান্য কথাবার্তা নিয়ে আমার ছেলেকে যেভাবে মারপিট করা হয়েছে, এটা রেজাউল করিমের মনের ক্ষোভ ছিল আমার ছেলে কে ধরে মারবে।
এ ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যাতে এ রকম ঘটনা আর কোন শিশুর সাথে না ঘটে ।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।
Like this:
Like Loading...
Related