ধুনট (বগুড়া)প্রতিনিধিঃ
ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সোমবার (১৪ জুলাই) দুপুর ১২.০০ ঘটিকায় ধুনট ইছামতী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে, ফাহিম আহমেদের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।উক্ত সভায় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্টের সাধারণ সদস্য একেএম তৌহিদুল আলম মামুন।
তিনি বক্তব্যে বলেন, ধুনটের বন্যা কবলিত এলাকা গোসাইবাড়ি, ভান্ডারবাড়িতে সরকারি খাস জমিতে মাটি কেটে উচু করে দিলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। বন্যার সময় যখন সকল জায়গা প্লাবিত হয়ে যাবে তখন এই উচু জায়গাতে বন্যা কবলিত মানুষগুলো তাদের গবাদি পশু রাখতে পারবে, এতে গবাদিপশুর ক্ষয়ক্ষতির পরিমাণ সংখ্যায় অনেক কমে আসবে। তিনি আরও জানান, ধুনটের প্রত্যেক বিদ্যালয়ে রেট ক্রিসেন্ট এর কমিটি গঠন করতে হবে।
উক্ত সভায় অন্যান্য বক্তারা জানান, পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম দুর্যোগ কবলিত এলাকার মানুষদের ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সহায়তা করবে। দুর্যোগের পরবর্তী সময়ে সহযোগিতার চেয়ে দুর্যোগের পূর্ববর্তী সময়ে সহযোগিতা করলে দুর্যোগ কবলিত এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে। দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং দলীয় নেতৃবৃন্দ আবুল মনসুর পাশা, মাহবুব হোসেন চঞ্চল, অধ্যাপক আব্দুল করিম, সজিব হোসেন, সাংবাদিক বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড