সৈয়দপুর প্রতিনিধিঃ
খানসামা থানার গোয়ালডি ইউনিয়ন ডুবলিয়া গ্রামে ৮ নং ওয়ার্ড দোলা পাড়া গ্রামে। মিটিং এর নামে প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ছেলের পরিবার নিয়ে যান। মেয়েটি যাইতে চায় না তার কারণ ছিল অমানুষিক। নির্যাতন যা প্রতিনিয়ত করে আসছিলেন তার স্বামী সাদেকুল ইসলাম ও তার ভাই আইনুল ইসলাম ও তার বাবা আকবর আলি। ও আকবর আলীর স্ত্রী হাসিনা বেগম। ও তার ননত আফরোজা বেগম ।আফরোজা বেগমের স্বামী মইনুল ইসলাম। কি অপরাধ ছিল লাবনীর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ দ্রুত গতিতে এই সকল আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসেন সত্য অবশ্যই বাইর হবে।