গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর পৌর ভূমি অফিস, সহকারী ভূমি কর্মকর্তা,নাম জসিম উদ্দিন পালোয়ান ১৩-০৭-২০২৫ সময় তিনটা বিশ মিনিট, সাংবাদিক মোঃ ফিরোজমিয়া, আলোকিত টিভি ও দৈনিক আলোকিত নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি,ভূমি সহকারী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলেন এ সময় তার সাথে দৈনিক সময়গাজিপুর জেলা প্রতিনিধি : ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন ও বিশ্ব বাংলা পত্রিকার মোহাম্মদ বাবুল রাজ উপস্থিত ছিলেন। আলোকিত টিভি ও দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ মিয়া তার পরিচয় জসিম পালোয়ানকে জানান,তখন জসিম পালোয়ান রাগান্বিত সুরে বলেন,আপনি কেনো এসেছেন এখানে কি কাজ উচ্চ স্বরে চিল্লাচিল্লি শুরু করে, ভূমি অফিস নিয়ন্ত্রণ করে কোন এক দালালের নাম বলে, ওনাকে চিনেন তখন মোঃ ফিরোজ মিয়া বলেন আমি উনাকে চিনি না। এ সময় জসিম পালোয়ান বলেন আপনারা সাংবাদিক না। গাজীপুরে যারা সাংবাদিক আছে সবাই ওই দালালকে চেনে আপনারা চেনেন না তাহলে আপনারা সাংবাদিক না। তারপর তিনি রাগান্বিত হয়ে বলেন আপনারা বেরিয়ে যান আমার অফিস থেকে,পরে আমরা সাংবাদিকরা সরেজমিনে সেবা নিতে আসা কিছু লোকজনদের সাথে কথা বলে জানা যায়,জসিম পালোয়ান গত স্বৈরাচার সরকারের কিছু লোকজন নেতাকর্মী নিয়ে,গাজীপুর সদর পৌর ভূমি অফিসে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছেন। এই সিন্ডিকেট সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধ ভাবে হাতিয়ে নিয়েছেন অর্থ। অর্থ না দিলে শুরু করেন খারাপ ব্যবহার, হতে হয় হয়রানির শিকার। এত তিনি ক্ষান্ত না হয়ে সেবা গ্রহীতাদের দেন হুমকি। তার সাথে অর্থনৈতিক লেনদেন না হলেই হতে হয় হয়রানির শিকার। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সেবা গ্রহীতা বলেন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা একটু চালাক ও ধান্দাবাজ মানুষ। আপনারা রিপোর্ট করেন।আপনাদের সাথে খারাপ আচারন করেন। আমরা সাধারন মানুষ আবার কোন ঝামেলায় ফেলে দিবে। সাংবাদিকদের সাথে অসৎ আচরন ও দালালের মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে ভুমি অফিস পরিচালনা করে সাধারন জনগনকে হয়রানি করার জন্য জসিম পালোয়ানকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড