প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
গাজীপুরে ইসলামি ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার আয়োজনে গাজীপুর জেলার বাছাইকৃত সাথীদের নিয়ে ষান্মাসিক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।
সকল উপজেলার দায়িত্বশীল সাথীদের অংশগ্রহণে দিনব্যাপী এই বৈঠকে ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ সময়কালের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন শাখার কার্যক্রমের অগ্রগতি, সীমাবদ্ধতা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।
সভাপতি তার বক্তব্যে সাথীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন সাথী শুধু একজন কর্মী নয়, সে আদর্শ ও নেতৃত্বের প্রতীক। তাই আমাদের প্রতিটি সাথীকে চারিত্রিক দৃঢ়তা, চিন্তাশীলতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।”
জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান বলেন, “গাজীপুর জেলার সাথীদের মধ্যে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ লক্ষ্য করা যাচ্ছে, তা আগামী দিনের নেতৃত্ব গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”
বৈঠকে দায়িত্বশীলরা আগামী দিনের পরিকল্পনা, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার নানা দিক নিয়েও আলোচনা করেন। উপস্থিত সাথীদের মাঝে অনুপ্রেরণা জোগাতে পূর্বের সফল কার্যক্রমগুলোর উদাহরণ তুলে ধরা হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাথীদের মাঝে পারস্পরিক বন্ধন ও দায়বদ্ধতা দৃঢ় করা এবং সংগঠনের কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করে তোলা।
আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক জুবায়ের আকন্দ, জেলা অর্থ সম্পাদক আসাদুল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদক ওসামা বিন হোসাইন, সাহিত্য সম্পাদক আব্দুর রহমান রানা, মাদ্রাসা সম্পাদক আল আমিন নাঈম এবং এইচ.আর.ডি সম্পাদক আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত