সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়নের অন্তর্গত মাগুরা, কৈখালী, তালতলা, গোপিনাথপুরসহ মোট ১৭টি গ্রাম প্রবল বর্ষণ ও পানি নিষ্কাশনের অভাবে প্লাবিত হয়ে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আজ সরেজমিন পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং শত শত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। ভুক্তভোগী এলাকাবাসী তাদের বসতবাড়ি, হাঁস-মুরগি, গবাদিপশু, ফসল ও স্থাপনার ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান জনগণের সমস্যা মনোযোগ সহকারে শুনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্রাধিকার ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলেও জানান তাঁরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড