নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার নান্দিকাঠী ৩ নং এর স্থায়ী বাসিন্দা সাংবাদিক কামাল মাস্টারের বাড়ীর রাস্তাটি আজ দীর্ঘ দিন যাবৎ বেহাল দশা।চলাচলের জন্য অনুপযোগী। এই বাড়ি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রতিরোজ এই রাস্তা দিয়ে যাতাযাত করেন।বিগত ২৫ বৎসরেও এই রাস্তারটির কোনো সংস্কার হয়নি।
বর্তমানে নলছিটি পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। ইতো মধ্যে তার কাছে রাস্তাটি সংস্কারের জন্য একটি আবেদন করা হয়েছিল। পৌরসভার প্রায় বাড়ীর রাস্তা সংস্কারের কাজ চলিতেছে। কিন্ত সাংবাদিক কামাল মাস্টারের বাড়ির রাস্তার আজ ও কোন সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। পৌর সভার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বে পৌর নাগরিক সুবিধা পাওয়া একান্ত দরকার।
রাস্তাটি সংস্কার হলে বাড়ীর জনসাধারন সহ শিক্ষার্থীদের চলাচলের জন্য সুবিধা হবে। তাই জরুরী ভিত্তিতে রাস্তাটি ইট সলিং করা হইলে ঐ বাড়ির জনসাধারনের চলাচলে সুবিধা হবে বলে তাহারা ধারনা করছেন।