নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গত বুধবার (২রা জুলাই) ভোরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের জামতালা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ট্রান্সফরমারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৪৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা গ্রামের শাহেদ আলীর ছেলে মোঃ আলমগীর (৪৫), একই উপজেলার কালিয়ার কান্দা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ শাহজাহান (৩৫) এবং পূর্ব তারাপাশা গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ নয়ন মিয়া (৪৮)।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে তার নেতৃত্বে একটি পুলিশ দল রাত্রিকালীন নিয়মিত টহল দিচ্ছিল। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে জামতালা বাজার এলাকায় তিন ব্যক্তিকে তিনটি ট্রান্সফরমারসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির কথা স্বীকার করে। তারা জানায়, আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের কৃষক মোঃ আজহারুল ইসলামের সেচ প্রকল্পের জন্য ব্যবহৃত তিনটি ৫ কেভিএ ট্রান্সফরমার তারা চুরি করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারায় রুজুকৃত মামলাটি (মামলা নং-০৩) তদন্ত করছেন এসআই (নিঃ) রুহুল আমীন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড