ষ্টাফ রিপোর্টারঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড়-১ (সংরক্ষিত নারী আসন) আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানেএনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান আলী, এনটিভি অনলাইনের ফাহিম হাসান, আরটিভির হারুন অর রশিদ, বৈশাখী টিভির এ রায়হান চৌধুরী রকি, চ্যানেল এস’র আব্দুর রউফ, আনন্দ টিভির আবু সালেক রহিম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের শেখ সম্রাট হোসাইন, এশিয়ান টিভি কামাল হোসেন, স্নিগ্ধা খন্দকার নিহা, ব্যবসায়ী জাবির হাসান ও আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলঝ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি এমআর সরকারি কলেজ রোড প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
বক্তারা এনটিভি গত ২২ বছরে দেশ ও জনগণের হয়েআনিসুর রহমান মানিক নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও এনটিভি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এনটিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করে অতিথিরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড