প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
জলঢাকার মাদক সম্রাট কামরুল ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতীবান্ধায় গ্রেফতার
নীলফামারী প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক সম্রাটসহ দুই সহযোগীকে আটক করেছে হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ। ০১লা জুলাই ২০২৫খ্রি. সময়: রাত অনু:১১.৩০ ঘটিকায় বগুড়া-রংপুর মহাসড়ক গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার (তিস্তা ব্যারেজের উত্তর পাশে) ডালিয়া পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল নীলফামারী জেলার জলঢাকা থানার জলঢাকা, পশ্চিম জলঢাকা, সরকারি কলেজ রোড (মাথাভাংগা) মুন্সিপাড়া এলাকার মাদক সম্রাট মোঃ কামরুল (২৮) পিতা: আজদুল ইসলাম ও তার দুই সহযোগী মোঃ আলী হোসেন (২৬) , পিতা: সপিয়ার (লেবার) এবং ডিমলা থানার ভেন্ডাবাড়ী বনের সাইট এলাকার মোঃ শহিদুল ইসলাম (৪৮), পিতা: অজ্ঞাত।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের ০১ নং ওয়াডের দোয়ানী সাধুর বাজার তিস্তা ব্যারেজের উত্তর পাশে) ডালিয়া পয়েন্ট ফ্লাড বাইপাস এলাকায় হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন সময় একটি ব্যাটারি চালিত ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানচালকের গতিবিধি সন্দেহ হলে উক্ত ভ্যানচালক আটক করা হয়। এসময় ভ্যান তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আটক ব্যক্তি ও জব্দ করা আলামত লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তিনি প্রতিবেদকে বলেন, 'দেশে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না—একটি হলো মাদক। এই সমস্যা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন।'
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত