সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ব্যাংকার্স ক্লাবের আয়োজনে আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় পশ্চিম আঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ এবং পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ। নির্ধারিত ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোল করতে সক্ষম হয়, দ্বিতীয়ার্ধে উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের মাঝে ছিল দারুণ উচ্ছ্বাস ও ক্রীড়াভিত্তিক সৌহার্দ্য। খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মোঃ রোকনুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রজ্ঞানন্দ বালা, ঢাকা ব্যাংকের ম্যানেজার কাজী মিজানুর রহমান, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াস ইকবাল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার কেএম শাহাদাত হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার একেএম ফারুক ফয়সালসহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাফরুল খান চৌধুরী শামু, সহকারী রেফারী ছিলেন পারভেজ ও বাবর আলী। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইকবাল হোসেন, খাদিজা আক্তার চায়না, উম্মে ফাতেমা উর্মী ও মাস্টার আনিছুর রহমান। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড