আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও কয়েকজনকে আহত করেছে।
বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬২ জন ছিলেন গাজা শহর ও উত্তরের অঞ্চলগুলোতে।
উত্তর গাজা শহরের একটি সাগরপাড়ের আল-বাকা ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ৩৯ জন নিহত হন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব, নারী ও শিশুরাও, যারা ওই ক্যাফেতে একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান এই হামলা চালায়। “আমরা ছিন্নভিন্ন লাশ দেখতে পাই,” বলেন ইয়াহিয়া শরীফ। “এই জায়গার সঙ্গে কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না — এটি ছিল সাধারণ মানুষে ভরা, শিশুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান চলছিল।”
বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং জায়গাটিতে বিশাল গর্ত তৈরি হয়।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা শহর থেকে জানাচ্ছিলেন, ক্যাফেটিতে হামলাটি “কোনো ধরনের সতর্কতা ছাড়াই” চালানো হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড