ক্রীড়া ডেস্ক:
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন।
সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি। সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।
গত ২৫ জুন পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে দুই বছর চুক্তি করে আল নাসর। ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে। তবে প্রস্তাব নাকি এসেছিল, রোনালদো সেটি ফিরিয়ে দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সাড়া দেইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলন দরকার। এই মৌসুম শেষেই ফিফা বিশ্বকাপ রয়েছে। লম্বা একটা মৌসুম। নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
পর্তুগালের হয়ে কদিন আগে নেশন্স লিগ জেতা কিংবদন্তির চোখ যে ২০২৬ ফিফা বিশ্বকাপে, তা তার কথাতেই নিশ্চিত। চল্লিশ ছাড়িয়ে যাওয়া তারকা আছেন ভালো ছন্দেও। গোল করছেন, দলকে জেতাচ্ছেন। নিজের স্বপ্নটাও বড় রাখছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।’
আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেছিলেন, পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন। এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেননি রোনালদো। সেই আক্ষেপও ঘোচাতে চান নতুন টার্মে, ‘সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।’
আল নাসরের হয়ে ইতোমধ্যে আড়াই বছর খেলেও ফেলেছেন পর্তুগালের এই মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে পেয়েছেন ৯৩বার জালের দেখা। ম্যাচ খেলে ক্লাবটির হয়ে ৯৩ গোল করেছেন তিনি। তবে এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা আছে সিআর সেভেনের।
নতুন চুক্তির আওতায় পর্তুগিজ তারকা বছরে ১৮৮ মিলিয়ন ইউরো আয় করবেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর দৈনিক বেতন হবে প্রায় ১৩ কোটি টাকা। তবে এবার নতুন শুরুতে বড় প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি লিগে আল নাসরকে সেরা ক্লাব বানাতে চান রোনালদো, জেতাতে চান লিগসহ আরও অনেক ট্রফি
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড