মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে যুববকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্য। সোমবার দুপুরে শহরের হাটলক্ষিগঞ্জ এলাকায় আবু বক্কর (২৬) নামের ওই যুবককে ডেকে নিযে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৩১ নং সদস্য সাগর। সে ওই এলাকার শুক্কুর আলীর ছেলে৷ এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ৩ নং ওয়ার্ডে ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করে রাখতো সাগর৷
হাতুড়ি পিটায় গুরুত্ব আহত আবু বক্কর নরসিংদি জেলার আদম আলী বেপারীর ছেলে৷ সে হাটলক্ষিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করে।
জানাগেছে, লঞ্চে ফেরি করে মালামাল বিক্রি করে আহত আবু বক্কর। সোমবার দুপুরে হঠাৎ করেই আবু বক্করকে ডেকে নেয় অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাগর। পরে সেখানে কথা-কাটাকাটি হলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আবু বক্করকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসা। এঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।।
স্থানীয়রা অভিযোগ করে বলেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে অভিযুক্ত সাগর সহ তার সহযোগীরা স্থানীয় তথাকথিত বিএনপি নেতাদের কর্মীদের ছত্রছায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন নামে বেনামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে আর এতের শেল্টার দিচ্ছে তথাকথিত কিছু বিএনপি নেতা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড