প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি আটক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২ সালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরঃদুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা ঘেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়ার বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুবদল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী অফিসার ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাজহারুল ইসলাম নিরুকে আটক করে। সোমবার দুপুরেই তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম নিরুকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত