জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি :
পাবনায় কাব স্কাউটস এর আয়োজনে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় ‘কাব কার্নিভাল২০২৫। তারই অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কাব কার্নিভাল। সোমবার সকালে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য,আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সভাপতি, জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কাব স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে দেশপ্রেম,শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তারা যেন মাদক, সহিংসতা ওঅসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কাব কার্নিভালের মতো এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।’অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সুবির কুমার দাস।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোলাইমান হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসলাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা স্কাউটসের কমিশনার ইসরাইল হোসেন, সম্পাদক ইয়াসির আরাফাত সুজন, কোষাধ্যক্ষ রেজাউল করিম লিটন, উপজেলা কাব লিডার রেজওয়ান কোরেশি, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মাহবুবুল আলম সুমন, উপজেলা স্কাউট কমিটির সহকারী কমিশনারসহ বিভিন্ন সদস্য ও স্থানীয় শিক্ষক-শিক্ষিকারা।আয়োজনে ভেন্যু ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস আজম মাসুম। কাব কার্নিভালের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা কাব স্কাউটসের মো. সায়েদুল ইসলাম সাজু ও বিভিন্ন ইউনিট লিডাররা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের কাব স্কাউটসের শ্রেষ্ঠ কাব শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক নওশাদ আলিএবং ঈশ্বরদী উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. হুমায়ুন কবির তরুণ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড