গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। এতে ৫৬ লাখ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার। বাজেট উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী মো. মর্তুজা ইলাহী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহম্মেদ খান, সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, অধ্যক্ষ গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুস সামাদ মণ্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, যুব জামায়াত সভাপতি শামীম হাসানসহ রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাজেটে পৌরসভার অবকাঠামো ও নাগরিকসেবা উন্নয়নে বেশ কিছু প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
পলাশবাড়ী পৌরসভাকে ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণ ২০ কিমি নতুন রাস্তা পাকাকরণ ও ৫ কিমি রাস্তা সংস্কার
৫ কিমি নতুন ড্রেন নির্মাণ পৌর এলাকায় ৩০০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন আধুনিক পৌর ভবন ও কিচেন কাম সুপার মার্কেট নির্মাণ ময়লা সংগ্রহে ভ্যান সার্ভিস, ডাস্টবিন ও ডাম্পিং স্টেশন স্থাপন শহরের প্রবেশপথে ৪টি স্বাগত গেট ও পশু জবাইখানা নির্মাণ যানজট নিরসনে বাস ও অটো-সিএনজি স্ট্যান্ড তৈরি
বক্তারা বলেন, জনসম্পৃক্ততা বাড়িয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এতে প্রকল্পগুলো হবে টেকসই ও জনবান্ধব।
বর্তমানে পৌর এলাকায় অনেক সড়ক কাঁচা ও চলাচলের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্জ্য ব্যবস্থাপনায়ও রয়েছে বিশৃঙ্খলা। শহর কেন্দ্রে যানজট দিন দিন প্রকট হচ্ছে।
বিগত অর্থবছরে বাজেট ছিল প্রায় ২৩ কোটি টাকা। এ বছর বাজেট কিছুটা বাড়লেও বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। স্থানীয়দের প্রত্যাশা—নতুন বাজে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড