পঞ্চগড় প্রতিনিধি :
সাম্প্রতিক সময়ে বোদা পৌর প্রশাসন কর্তৃক জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বোদা পৌরসভার চিত্র। প্রাণ ফিরে পেয়েছে বোদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও শহরের উন্নয়নের কার্যক্রম। ইতোমধ্যে বোদা বাজারের ব্যবসায়ীদের অগ্নিকান্ডের ঝুঁকি নিরসনের জন্য ২ লক্ষ লিটার পানির রির্জাভার নির্মাণ, যুবসমাজের মোবাইল ও জুয়ার আসক্তি কমাতে খেলাধুলার ক্ষেত্র বাড়ানোর জন্য বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড মাঠে হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।
বোদা পৌরসভার বাসষ্ট্যান্ডে মাষ্টার ড্রেন নির্মাণ, ১ নং ওয়ার্ডের সড়ক বাড়ী ও ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। বোদা ধানহাটিতে মাষ্টার ড্রেন ও ভ্যান ও অটো পার্কিয়ের জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। বোদা বাজরের বাসষ্ট্যান্ডে প্রায় সময়ই যানজট লেগে যে কোন সময় দূর্ঘটনা সৃষ্টি হয়। নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর যানজট নিরসনের জন্য নান্দনিক বাসষ্ট্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহন করেছেন। যে নকশা করা হয়েছে সে অনুযায়ীবাসষ্ট্যান্ডের কাজ শুরু হলে যানবাহন চলাচলের শৃঙ্খলা ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে পারে সংস্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। বাজারের বিভিন্ন দোকানের ও বাসা-বাড়ির ময়লা-আবর্জনা পাথরাজ নদী সহ বিভিন্ন স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, সেখানে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লা ফেলার জন্য নদীর পাড় সহ বিভিন্ন পয়েন্টে পৌরসভার পক্ষ থেকে যুক্ত করা হয়েছে ডাস্টবিন। তাছাড়া বোদা পৌর সদরের ময়লা ও অর্বজনা প্রতিদিন ডাম্পিং স্পটে নিয়ে যাওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার নজির জানান, তিনি নিজের দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো করে যাচ্ছেন। যতোদিন দায়িত্বে রয়েছেন ততদিন বোদা পৌর ও উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর এডিপি ও পৌর রাজস্ব তহবিলের আওতায় ১ কোটি ৯৫ লক্ষ ৮৭ হাজার ৬৫১ টাকার প্রকল্প ইতিমেধ্য বাস্তবায়ন হয়েছে। এছাড়া এ সময়ে এলজিসিআরআরপি প্রকল্পে আওতায় ১ কোটি ৫৮ লক্ষ ৯৬ হাজার ৬৮৪ টাকার ড্রেন নির্মাণ ও সোলার প্রকল্পের আওতায় ৫০ লক্ষ ১ হাজার ৭৭২ টাকার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বোদা পৌরসভা অনুকুলে ৩টি প্রকল্পের আওতায় ৪৫ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকার উন্নয়ন প্রস্তাব ইতিমধ্যে গ্রহীত হয়েছে এবং টেন্ডার প্রকৃয়ার জন্য অপেক্ষাধীন রয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। পৌরসভার অলিগলি থেকে শুরু করে বেশকিছু সড়কের কাজ চলছে। এছাড়া বেশ কয়েকটি ড্রেন নির্মাণ ও সড়কবাতি স্থাপনসহ রাস্তার নির্মাণ কাজ অল্প কিছুদিনের মধ্যে শুরু করা হবে। আধুনিক পৌরসভায় রূপান্তর করতে যা যা করা দরকার সবই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বোদা পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ওমর ফারুক বলেন, যে কোনো ধরনের নাগরিক সমস্যার কথা জানালে তিনি ছুটে যান সেই সমস্যা সমাধানে। এভাবেই তিনি অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এত অল্প সময়ে প্রশাসক হিসেবে যে সকল কাজ হাতে নিয়েছেন সেগুলো ছিল পৌরবাসীর প্রাণের দাবী। পৌর বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, তিনি যে কাজগুলোর ব্যাপারে আন্তরিক তা কাজগুলোর বর্তমান অগ্রগতি দেখলে সহজেই বোঝা যায়। হয়তো পুরো বিষয় না জেনে কেউ কেউ নানান কথা বলছে। তবে আমাদের পৌরবাসীর জোড় আবেদন তিনি যেন এগুলোতে কান না দিয়ে তার হাতে নেয়া কাজগুলো শেষ করে যান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড