জাকীরুল ইসলাম সবুজ, ষ্টাফ রিপোর্টার :
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে মাদকসহ আটক এক যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
জানা গেছে, সোমবার (২৩ জুন) রাতে চাকলাহাট ইউনিয়নের ফুলবর পাড়া এলাকায় মাদক বিক্রির সময় আনোয়ার হোসেন দোয়েল (৩৫) নামের এক ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হন। তিনি চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার মৃত ঝেচু মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, দোয়েল ওই রাতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবক আসাদুর রহমান, মোজাহার আলী, ও গ্রাম পুলিশ সদস্য মাসুম ইসলামসহ কয়েকজন মিলে তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে তাকে হস্তান্তর করা হয়।
তবে ঘটনার পরপরই চেয়ারম্যান দোয়েলকে ‘শাসন করে’ ছেড়ে দেন বলে জানান তিনি নিজেই।
চাকলাহাট ইউনিয়নের গ্রাম পুলিশ মাসুম ইসলাম বলেন, “আমরা যুব সমাজের সহায়তায় তাকে মাদকসহ আটক করে চেয়ারম্যানের কাছে সোপর্দ করি। কিন্তু পরে তিনি নিজেই তাকে ছেড়ে দেন।”
চাকলাহাট ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আসাদুর রহমান বলেন, “এলাকায় গরু চুরির ঘটনার পর থানা পুলিশ আমাদেরকে মাদকবিরোধী কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল। আমরা এখনও কমিটি না করলেও, মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এবারের মতো তাকে শাসন করে ছেড়ে দিয়েছি। তবে তার কাছ থেকে উদ্ধার করা চার পিস ট্যাবলেট এবং মাদক কারবারিদের একটি তালিকা থানায় জমা দিয়েছি।”
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “মাদক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই। তবে তিনি জানিয়েছেন, বিভিন্ন সোর্স থেকে মাদক সংগ্রহ করেছেন এবং তা জমা দিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড