জাকীরুল ইসলাম সবুজ,ষ্টাফ রিপোর্টার :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সঙ্গে ও অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে জেলা যুব শক্তির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, একটা দেশের সংস্কার, সিস্টেমগুলোর পরিবর্তন দুই-চার বছরেও সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই, কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষযয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের যারা হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে—ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপস থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছে সেটা জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোস থাকবে না।
তিনি বলেন, দেশের প্রথম সারির বড় সাতটি দলের মধ্যে ছয়টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন যদি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবদ্ধ কমিশনের কাছে একটি দল বড় হয়ে যায়, তাহলে এই সরকারের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে। কিন্তু আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক সংস্কার পাবো। নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে যেতে পারবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাড. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার এনসিপির এবং যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড