নিজস্ব প্রতিবেদক:
দেশে শুরু হয়েছে আষাঢ় মাস। আষাঢ়ের শুরু থেকেই দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর এ কারণে বাতাসের মানেরও উন্নতি হয়েছে। যার সুবাদে বৃহস্পতিবার রাজধানী ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।
আইকিউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার বায়ুর মান ৬৪ স্কোর নিয়ে বিশ্বে ৫২তম স্থানে অবস্থান করছে।
বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটি ১৬৭ স্কোর নিয়ে শীর্ষে উঠে আসে। ১৫১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা দ্বিতীয়, কুয়েতের কুয়েত সিটি ১৩৫ স্কোর নিয়ে তৃতীয়, সৌদি আরবের রিয়াদ ১২৯ স্কোর নিয়ে চতুর্থ এবং কঙ্গোর শহর কিংশাস ১২৪ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠেছে।
এছাড়া চিলির সান্তিয়াগো ১২২ স্কোর নিয়ে ষষ্ঠ, মিশরের কায়রো ১১৯ স্কোর নিয়ে সপ্তাম, উগান্ডার কাম্পালা ১১৩ স্কোর নিয়ে অষ্টম, ভিয়েতনামের হো চি মিন সিটি ১১২ স্কোর নিয়ে নবম এবং ১১২ স্কোর নিয়ে তালিকায় দশন স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।
তথ্য মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড