আব্দুল্লাহ আল রোমান,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নস্থ চিনাহালা মোড়ে কলমাকান্দা থানার এসআই (নিঃ) মোঃ আবু হানিফা এর নেতৃত্বে চেকপোস্ট চলাকালে সন্দেহজনক ভাবে ০১ (এক) টি Hiace মাইক্রোবাস তল্লাশীকালে মাইক্রোবাসের ভিতর একটি প্লাস্টিকের ঝুড়িতে জীবিত কালো খয়েরী রংয়ের বন্য প্রাণী হাঁসপায়া তক্ষক যাহার বৈজ্ঞানিক নাম Gekko Gecko দেখিতে পান। গাড়িতে থাকা ০৯ (নয়) জন ব্যক্তি তক্ষক রাখার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তক্ষক সহ তাদেরকে অবৈধভাবে বন্য প্রাণী ক্রয়-বিক্রয় ও পাচার করার অপরাধে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শফিকুল ইসলাম (৫০), পিতা-মৃত জাকির হোসেন, সাং-তরুয়া (জেল খানার মোড়), থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ২। তানভীর হাসান (২৫), পিতা-আব্দুল কাদির, সাং-নাগরিয়াকান্দি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ৩। মোঃ শাকিল মিয়া (২৭), পিতা-মোঃ শহিদ মিয়া, সাং-দারোগাবাড়ি, ইউপি-ভুরবুড়িয়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদী, ৪। এসএম শিবলুর রহমান (৪৪), পিতা-এসএম শওকত আলী, সাং-বাশাইল, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ৫। নুরুল ইসলাম (৪৩), পিতা-মৃত জাফর আলী, স্থায়ী সাং-যাত্রাপুর, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-চোয়ালা, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ৬। আছমত আলী (৪৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-আছিয়া বেগম, সাং-নবাব বাড়ি চৌরাস্তা মোড় (উত্তর সাটিপাড়া), থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ৭। আব্দুল আজিজ (৬০), পিতা- নুরুল হক, সাং-একদুয়ারী, থানা-মনোহর্দী, জেলা-নরসিংদী, ৮। আব্দুল জলিল (৬৩), পিতা-মৃত হাসেম শরিফ, সাং-দশসন্তোষপুর, থানা-মোলাদী, জেলা-বরিশাল, ৯। ফয়সাল (২৭), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-বামনপাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। স্থানীয় ১। আলম (), পিতা-অজ্ঞাত, ২। খালেক (), পিতা-অজ্ঞাত, ৩। সুমন (), পিতা-অজ্ঞাত, সর্ব সাং-লেঙ্গুড়া, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণাদের ছত্রছায়ায় উক্ত অসাধু চক্রটি বন্য প্রাণী তক্ষক শিকারে লিপ্ত হইয়াছে। উক্ত বিষয়ে কলমাকান্দা থানার মামলা নং- ০৯, তারিখ-১৫/০৬/২০২৫ ইং, ধারা- ৬(১)/৩৪(খ) বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড