আঞ্চলিক প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারো বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুর রহমানের বিরুদ্ধে
মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে, কেন্দুয়া- নান্দাইল সড়কের আঠারবাড়ী রায়ের বাজারে বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর উদোগ্যে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২৩ সালে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ চিনিসহ একটি ট্রাক জব্দ করে। ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ২০২৪ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচ বারের নির্বাচিত ইউপি সদস্য ছাইদুর রহমানকে ওই মামলায় জড়িয়ে চার্জশিট দাখিল করে। স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বেআইনিভাবে স্থানীয় ফ্যাসিস্ট আ.লীগের নেতাদের সাথে আঁতাত করে ছাইদুর রহমানকে ফাঁসাতে এ মামলায় তাকে জড়ানো হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম ঘুষ, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ উপার্জন করে।
মামলা প্রত্যাহার ও ওই কর্মকর্তার বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সভাপতি ছাইদুর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দীন ভুঞা, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার হোসেন রোমান,মসজিদুল হক সোহেল, মিন্টু মিয়া প্রমুখ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড