গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৪৯৪)-এর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন ২০২৫) রাত সাড়ে ৯টায় পলাশবাড়ী তিনমাথা মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধা জেলার এই ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কুক্ষিগত করে রেখেছিলেন সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সংগঠনের বিশেষ সাধারণ সভায় শ্রমিকদের কণ্ঠভোটে আব্দুল মোত্তালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সভায় সভাপতির পদত্যাগের পর চারবারের নির্বাচিত সভাপতি মরহুম আলিকুজ্জামান ফুল মিয়ার সন্তান, শ্রমিক নেতা মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বিশেষ সাধারণ সভায় শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গের আহ্বায়ক আব্দুল হামিদ মিঠুল, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। তারা সবাই সভার সিদ্ধান্তকে সমর্থন জানান।
মোশফেকুর রহমান রিপন তার বক্তব্যে উল্লেখ করেন, আজ (১ জুন ২০২৫) স্থানীয় জামায়াতে ইসলামি ও তাদের সহযোগী সংগঠনগুলোর প্রত্যক্ষ-পরোক্ষ মদদে এবং রাজনৈতিক পেশীশক্তির আশ্রয়ে কিছু বিপথগামী শ্রমিক, সাবেক সভাপতি আবু তাহের ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের উস্কানিতে এক অবৈধ তলবি সভা আহ্বান করে। সেখানে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নামে একটি অবৈধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর এক ঘণ্টা পরেই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে, যা স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এক চক্রান্ত।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র শ্রমিক সমাজের ঐক্য ও সংহতিকে ধ্বংস করার অপচেষ্টা। তিনি এই অবৈধ কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের পক্ষ থেকে রাজশাহী শ্রম অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী বৈধ পরিচালনা পরিষদের কার্যক্রমকে সহযোগিতা করতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড