ক্রীড়া প্রতিবেদক:
প্রথমবারের মতো শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। চোখে চোখ রেখে লড়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। শেষ দিকে ভাগ্যকেও পাশে পেয়েছে ঋতুপর্ণা-আফঈদারা। আক্রমণে অধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিটার জেমস বাটলারের দল।
শনিবার (৩১ মে) জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী দল। আগামী মঙ্গলবার সফরে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩৩তম) চেয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (৯৪তম) বিপক্ষে শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে ঋতুপর্ণারা।
পরিসংখ্যানে দেখা যায়, ম্যাচে ইন্দোনেশিয়া গোলের জন্য ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি শটের ৭টি রাখে লক্ষ্যে, তবুও মেলেনি গোল। দুবারের উইমেন’স সাফ জয়ী রুপনা ছিলেন পোস্টে বিশ্বস্ত দেয়াল হয়ে। ৮০তম মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনোমতে আটকান তিনি। একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার।
৮৭তম মিনিটে ঋতুপর্ণার ফ্রি কিক অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন ডাগআউটে থাকা কোচ, কোচিং স্টাফরা।
আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফেরে। একটু পরই ইন্দোনেশিয়া জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। এর পরপরই বাজে শেষের বাঁশি।
উল্লেখ্য, আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে জর্ডান সফর করছে বাংলাদেশ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড