আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় তালতলা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া। তিনি বলেন, ৭১ সদস্য বিশিষ্ট একটি স্বচ্ছ ও সুন্দর কমিটি উপহার দেওয়ায় উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক গোলাম রাব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়সহ যুগ্ম আহ্বায়কগণকে অভিনন্দন জানাই। এই কমিটির সদস্যগণ ত্যাগী ও তৃণমূল থেকে আসা। কিন্তু, কমিটির সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তাদের হাতেগোনা কয়েকজন অনুসারী কমিটির বিরোধিতা করেছেন। কারণ, তারা নিজেদের আত্মস্বীকৃত পকেট কমিটি অনুমোদন না হওয়ায় নানাভাবে বিরোধিতা ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। তিনি আরও বলেন, ওইসব ব্যক্তি গত ২৫ মে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, এই ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৩৪ জনই আওয়ামী পন্থী। তাদের পকেট কমিটি অনুমোদন না হওয়ায় এ ধরনের হীন মন্তব্য করেছেন। তারাই প্রতিটি ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি মোটা অংকের উৎকোচ গ্রহন করে অনুমোদন দিয়েছেন। এই ইউনিয়ন কমিটি একটি পকেট কমিটি না হওয়ায় তারা যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, তাতে ইউনিয়ন বিএনপি বিভাজিত, দ্বিধান্বিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল হালিম, সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু মিয়া, কর্মী জুয়েল মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি আঃ রাজ্জাক, সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, আঃ হাকিম,বাতেন, আনিছুল, মজনু, আবুল হোসেন, সাজু, আনিস, নজরুল, গোলাম রাব্বানী প্রমুখ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড