নিজস্ব প্রতিবেদক:
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২৫ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।
সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের করণীয়, প্রয়োজনীয় সংস্কার, আগামী নির্বাচন এবং স্বৈরশাসনের সঙ্গে জড়িতদের বিচার বিষয়ে আলোচনা করবেন দলগুলোর শীর্ষ নেতারা।
এর আগে, গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৃথক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রথমে তিনি বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে, এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে আলোচনা করেন।
বৈঠক শেষে বিভিন্ন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা বৈঠকে কী দাবি এবং প্রস্তাব উত্থাপন করেছেন।
বিএনপি বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানায়। একইসঙ্গে তারা বর্তমান সরকারের অধীনে থাকা দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি করে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুটি বিষয়ের রোডম্যাপ চাওয়া হয়—একটি হলো নির্বাচন কবে হবে তা নির্ধারণ, অন্যটি হলো প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের বিচারের কিছু দৃশ্যমান উদ্যোগ জনগণের সামনে তুলে ধরা।
অন্যদিকে, ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা প্রতিষ্ঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে দাবি করে, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। সেই সঙ্গে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড