পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে রানা (১৯) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। পরে দণ্ডাদেশ প্রাপ্ত রানাকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দণ্ডাদেশ প্রাপ্ত রানার বাড়ি পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকায়। সে তিনি ওই এলাকার মনসুর আলীর ছেলে।
এসময় সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পাশে বসে মাদক (গাঁজা) সেবন করছিলেন কয়েকজন যুবক। পরে সদর উপজেলা ভূমি অফিসের সিসিটিভি ক্যামেরাতে মাদক সেবনের দৃশ্য দেখে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় রানা। মাদক সেবনের বিভিন্ন আলামতও মেলে ভ্রাম্যমাণ আদালতে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার আমার অফিসের প্রাচীর ঘেষা। আমার অফিসের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বিকেলে কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে একজনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড