ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবৈধ মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাতের আঁধারে স্থানীয় একটি ইটভাটা থেকে নিম্নমানের ইট ও বালির খোয়া মিশ্রণ করে সড়ক নির্মাণ কাজ চালানোর অভিযোগে সরেজমিনে তদন্তে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ জানান, ২১ মে তারিখে ৪৬.০২.৪৪৩৩.০০০.১৪.০০৯.২৫-৪৬৩ নম্বর স্মারকে স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে স্পেসিফিকেশন বহির্ভূত সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইট, বালু ও খোয়ার গুণগত মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় কাশিপুর হয়ে সুন্দরবন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছেন মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৩৬ লাখ টাকা। স্থানীয়রা জানান, এজিংয়ের দুপাশে সিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হয়নি। এতে অল্প বৃষ্টিতেই সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, “পচা খোয়া দিয়ে রাস্তা বানালে তা বেশি দিন টিকবে না। ঠিকাদার সব ম্যানেজ করেই কাজ চালিয়ে যাবে।” ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজী মর্তুজা হিরো বলেন, “সড়কে কিছুটা নিম্নমানের ইট বা খোয়া রয়েছে, সব না। এই কাজে আমার অনেক ক্ষতি হচ্ছে, একটু খেয়াল রাখবেন ভাই।” জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ার উদ্দিন বলেন, “সড়ক নির্মাণে অনিয়ম হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্মাণে অনিয়ম করলে কাজ বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড