ক্রীড়া ডেস্ক:
এই সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের কোনো জয় ছিল না। তারা এবার ম্যাচ তো জিতলই, জিতে নিলো সিরিজও। তৃতীয় ও সবশেষ ম্যাচে বুধবার ৭ উইকেটে জিতেছে তারা।
সিরিজটিতে প্রথমে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, পরে ম্যাচসংখ্যা একটি বাড়ে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে বহু নাটকীয়তার পর স্বাগতিক দল ২ উইকেট জিতে যায়। টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সিরিজ জয়, প্রথমটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্য দিয়ে ১৪ রানে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। শরিফুল ইসলাম তুলে নেন সফরকারীদের সেরা ব্যাটার মুহাম্মদ ওয়াসিমের উইকেট। ৬ বলে ৯ রান করে ফেরেন দলপতি। মুহাম্মদ জোহাইব ব্যক্তিগত ২৯ ও রাহুল চোপড়া ১৩ রান করে মাঠ ছাড়েন। ততক্ষণে ১০ ওভারে ৭৯ রান করে ফেলে তারা।
এরপর আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ৫ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া শারাফু ৪৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৮ রান অপরাজিত থাকেন। আসিফ খান ২৬ বলে ৫ ছয়ে করেন ৪১।
এর আগে ব্যাটিং বিপর্যয়ের পরও হাসান মাহমুদের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ১৮ বলে ৪০ রানের ইনিংস সত্ত্বেও পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি ৮৪ রানে পৌঁছতে হারায় আরও ৪ উইকেট।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড