বিজয় ত্রিপুরা,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন ৩৮বিজিবি জোন এলাকায় চেকপোষ্টে ১৯ এপ্রিল দুপুর সাড়ে ১১টা.৫০মিনিটের দিকে একটি যাত্রীবাহী যানবাহন থেকে বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে ৩৮বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো:জহিরুল ইসলাম,জি,আর্টিলারি দৈনিক আলোকিত নিউজ কে বলেন ১৯মে ২০২৫,পৌনে ৫টার দিকে ১নংজিপি গেইটের চেকপোস্টেও কে নাইন সদস্য কতৃক নিয়মিত যানবাহন তল্লাশির সময় থানচি হতে বান্দরবানগামী সিভিল বাস পূবালী চট্রমেট্রা জ,১৪-২৪৯০ এর লাগেজ বক্সে আমের ক্যারেট এর লুকানো অবস্থায় ৫শত প্যাকেট মায়ানমারের ওরিচ সিগারেট জব্দ করা হয়,তবে সিগারেটের প্রকৃত মালিককে না পাওয়ায় গাড়ির হেলপার থেকে মুচলেকা গ্রহণ পরবর্তীতে এই বিষয়ে আরো সচেতন হওয়ার জন্য নির্দেশ প্রদান করে তাকে ছেড়ে দেওয়া হয়।