ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ১৮ই মে (রবিবার) জেলা পুলিশ প্রশানের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ অপরাধ নিরসন ও কল্যাণ সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আসন গ্রহন ও বক্তব্য রাখেন থাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তাকে স্বাগত জানান মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রথমে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ অপরাধ নিরসন সভা। উক্ত সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক তার বক্তব্যে পুলিশের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইন-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি জেলা পুলিশ লাইন্স সদর দপ্তর পরিদর্শন ও এক বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে পুলিশ সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সহ জেলার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এখানে তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি ছিল মাদারীপুর জেলা পুলিশের জন্য একটি অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক বিশেষ দিন। তিনি আরো বলেন, দেশ ও জনগনের সেবায় আমরা সরকারে অর্পিত পবিত্র দায়িত্ব পালনে ও সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
জনগগনের সেবা ও নিরাপত্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই পথচলায় আমরা একে অপরের পরিপূরক।