সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়ন যুবদল-ছাত্রদল ও কৃষকদলের ৮ নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ। ঘটনাসূত্রে জানা যায়,শুক্রবার (১৬ মে) বিকেল ৪ টায় দিকে নৈইপাড়া একটি ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সলঙ্গা থানা যুব দলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন, যুবদলের আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান খোকন, সলঙ্গা থানা কৃষকদলের সদস্য সচিব সোবাহানকে সাথে নিয়ে ৫/৬ জনের একটি দল নৈইপাড়া গ্রামে মাটি কাটা নিষেধ করতে যায়। এতে সলঙ্গা থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা,ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ, বিএনপির নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে মোমিন গংদের উপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মারপিট হামলা করে কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে তাদেরকে আটক রাখে । আমিনুল ইসলাম হুদা, আবু সাইয়াদ , শহিদুল ইসলাম নৈইপাড়া ২০ বিঘা কৃষি জমিতে ২ বছর যাবত অবৈধভাবে পুকুর খনন করে আসছিল। এতে সাতকুশি আমশড়া এলাকার গ্রামীণ রাস্তা ধ্বংস অতিরিক্ত ধূলায় মুরগীর খামারে থাকা শত শত মুরগীর শ্বাস- প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হয়ে মুরগী মারা যাচ্ছে। আমশড়া সাতকুশি গ্রামের ফারুক রাসেল দীর্ঘদিন যাবত নিষেধ করা সত্ত্বেও তারা দিনে রাতে ঐ রাস্তা ব্যবহার করে মাটি পরিবহন করে। ঘটনার দিন মোমিন গংদের সাথে নিয়ে ফারুক রাসেল মাটি কাটা নিষেধ করতে গেলে বাধে এই বিপত্তি মিথ্যা চাঁদাবাজি অভিযোগ এনে তাদের মারপিট করে আটকে রাখে । সলঙ্গা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানা নিয়ে যায়। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আবু সাইয়াদ বাদী হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মুঠো ফোনে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক দেখিয়ে, শুক্রবার রাতে মামলাটি রেকর্ড করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড