জাহিদুল হক ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাছুদ রানা (২৩) বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে।
শুক্রবার (১৬ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টার (হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।
প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক আতিকুর রহমান মিয়া (পিপিএম) আরো জানান, এক মাস আগে বান্ধবীকে নিয়ে বেলকুচির দৌলতপুর এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে মাসুদ রানা ও তার সহযোগীরা তাদের হয়রানি করে।
পরে ১৮ এপ্রিল বিকেলে ইমন তার বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ঘটনাটি জানতে অভিযুক্তদের কাছে গেলে মাসুদের নেতৃত্বে ৬-৭ জন সশস্ত্র হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামি মাসুদ রানা, ইমনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নিহত ইমনের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, নিহত ইমন (১৬) এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে ও খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড