আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১৪ মে ২০২৫ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতী ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মওলানা মোঃ এনামুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মুতা সিম বিল্লাহ , আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। মতবৈঠকে উপস্থিত সদস্যগণ এলাকার ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকদ্রব্যসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন। সভায় মিঠাপুকুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড