ক্রীড়া ডেস্ক:
যেই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে মরিয়া ছিল ব্রাজিল। তাকে পেয়েও খুশি হতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
লুলার মতে, জাতীয় দলের কোচ পদে ব্রাজিলের কোনো বিদেশির প্রয়োজন নেই। চীনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি, যেটা প্রচারিত হয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে।
গত ৬০ বছরের মধ্যে প্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। সর্বশেষ ১৯৬৫ সালে বিদেশি কোচের দ্বারস্থ হয়েছিলে ব্রাজিল। সে বছরের সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ।
এক দিনের জন্য ওই এক ম্যাচেই ব্রাজিলের কোচ পদ সামলান নুনেজ। তার আগে আরও দুজন বিদেশি কোচের সাহায্য নিয়েছে ব্রাজিল।
১৯২৫ কোপা আমেরিকায় ব্রাজিলের কোচ ছিলেন র্যামন প্লাতেরো। চার ম্যাচে মোট ২০ দিন ‘সেলেসাও’দের কোচ পদে ছিলেন তিনি। ১৯৪৪ সালে পর্তুগিজ কোচ জোরেকার অধীন উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। মাত্র ৪ দিন ব্রাজিলের কোচ পদে ছিলেন জোরেকা।