বিনোদন প্রতিবেদক:
অনেকদিন পর্দায় দেখা নেই অভিনেত্রী নাজিফা তুষির। সবশেষ ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমায় কাজ করে দর্শকের মন কাড়েন এই নায়িকা। এরপর বছর তিনেক সময় পেরিয়ে গেলেও পর্দায় আর ফেরা হয়নি তার।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, চুপিসারে দুটি সিনেমার কাজ করছিলেন নাজিফা তুষি। তার মধ্যে একটা প্রায় মুক্তির অপেক্ষায়। তুষির ভক্তদের জন্য সুসংবাদ এই যে, এবার ‘রঙ্গমালা’ হয়ে পর্দায় ফিরছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত তুষির সেই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’, আর সেখানেই ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা মিলবে তুষিকে।
অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি; রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।
২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু প্রমুখ।
পরিচালকের জানিয়েছেন, অনুদানের প্রথম কিস্তি পেয়ে সিনেমার প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ করা হয়েছে, বাকি অংশের কাজও শিগগিরই সম্পন্ন হবে। চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড