নিজস্ব প্রতিনিধিঃ
অবশেষে দেশের রাজনীতিতে নিষিদ্ধ হলো বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগে অবস্থানরতরা উচ্ছাস প্রকাশ করেছেন। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে আন্দোলনকারীদের।
কেউ কেউ বলছেন, জুলাই গণঅভ্যুত্থান আজ পরিপূর্ণ সফলতা পেলো।
উল্লেখ্য, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগানের মুখরিত হয়ে ওঠে শাহবাগ।