1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর মিললো কৃষকের লাশ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৫ স্থানীয় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন মিঠাপুকুর এরিয়া প্রগ্রামের মতবিনিময় ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, নিহত চার ভোলাহাটে আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা,পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবরুদ্ধ হওয়ায় মাদারীপুরের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থগিত তিন টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পাকিস্তান দল

মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলা দেশে পুশইন ১৫০ জন আটক ১৫ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান,মৌলভীবাজার প্রতিনিধি: 
ভারত থেকে বাংলাদেশে পুশইনের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে থেকে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া জেলার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও অন্তত ১৩৫ জন ভারত থেকে প্রবেশ করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে যায়। তবে তাদের মধ্যে কত জন ভারতীয় নাগরিক, আর কত জন বাংলাদেশ নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, বুধবার ভোররাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সবকটি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল। তিনি বলেন, ‘বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে নয় জন পুরুষ, তিন জন নারী ও তিন জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্রগ্রামসহ বিভিন্ন জেলায়।
শিব নারায়ণ শীল আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে প্রবেশ করায়। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি।
এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন সিও এর সাথে মুঠোফেনে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফন রিসিভ হয়নি।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এইচ, কে, এম জাহাঙ্গীর হোসেন জানান, ভারত ও পাকিস্তানের সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোন সন্ত্রাসী ও অবৈধ ভাবে যাতে দেশের সীমানা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নিদের্শ দেওয়া হয়েছে। এ কারণে সীমান্ত এলায় আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশী জোরদার করেছি। তবে পুশ ইন বা কোনো নাগরিক আটক হওয়ার খবর আমাদের জানা নেই।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট