আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।
বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে।
বিমানবন্দর চত্বরে শুক্রবার (৯ মে) সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। অ্যারাইভাল ও ডিপারচার গেটে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, যাত্রী নামিয়েই গাড়িকে সরে যেতে হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৯ মে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ডিসি ব্যুরোর পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগেই সিআইএসএফ ডিআইজি বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
বর্ডার পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে দেশের অন্য বিমানবন্দরগুলোর মতো কলকাতাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের উড়ানের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড