হজযাত্রায় অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী। সোমবার (৫ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ৭০টি ফ্লাইটে তারা সৌদিতে পা রাখেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন।
হজ হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে। এবার হজযাত্রী পরিবহনের দায়িত্বে রয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল চট্টগ্রাম থেকে ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নিচ্ছেন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন-খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)। অন্যদিকে, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে ১০ জুন, আর সর্বশেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাই।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড