প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
জলঢাকায় হাট ইজারায়ে রেকর্ড, সরকার রাজস্ব হারাচ্ছে আড়াই কোটি টাকা
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৪৩২ বঙ্গাব্দে ২১টি সরকারি হাট ইজারার মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “১৪৩২ বঙ্গাব্দ সালের একলা বৈশাখ হতে ত্রিশ চৈত্র পর্যন্ত মেয়াদে হাটবাজারসমূহ ইজারা প্রদান করা হবে।” বিষয়টি প্রথম উন্মুক্ত দরপত্রেও ছিল।
উপজেলার মোট ৩০টি হাটের মধ্যে ২১টির ইজারা সম্পন্ন হয়েছে এবং বাকি ৯টি হাট ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। এসব হাট বর্তমানে সরকারী নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
গত ৩০ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় মোট ১৩০ জন দরদাতা অংশগ্রহণ করেন। কিছু হাটে দরপত্র গ্রহণযোগ্য না হওয়ায় বা কোনো দরপত্র না পড়ায় সেগুলোর ইজারা দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানায়, হাটগুলো ২০১১ সালের সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রতিবেদককে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইজারা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে সরকার যেমন রাজস্ব পেয়েছে, তেমনি জনসাধারণের ভোগান্তিও কমেছে।”
জলঢাকার এলাকাবাসী মনে করেন, হাটবাজার ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। তবে ব্যবসায়ী নেতারা হাট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা উপজেলায় অর্থনৈতিক গতিশীলতা বাড়িয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত