বিনোদন প্রতিবেদক:
বিনোদন জগতের নতুন মুখ, মডেল ও অভিনেত্রী রিয়া মনি। দেখতে লাস্যময়ী এই অভিনেত্রী দিনে দিনে দর্শকদের নজরে আসছেন। ইতোমধ্যে তার অভিনীত নাটকগুলোও বেশ সাড়া ফেলেছে। একটু একটু করে নিজেকে তৈরিও করছেন তিনি। সঙ্গে দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার পাশাপাশি নিজের জায়গা পোক্ত করার দৃঢ় সংকল্পও রয়েছে তার। তবে শুধু ছোটপর্দাতেই আটকে থাকবেন না রিয়া মনি, বড়পর্দাতেও কাজ করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
গত রোজার ঈদে বিশেষ আয়োজনে অন্য শিল্পীদের সঙ্গে পর্দা মাতিয়েছেন রিয়া মনি। মোস্তফা খান সিহানের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’-এ অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। বেশ আলোচনা-সমালোচনা হয় সেই নাটক। এ ছাড়া ‘সেরা রূপসি’, ‘দুই বোন’, ‘স্মৃতির জোনাকি’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
একটা সময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে দেখা যেত রিয়া মনিকে। সম্প্রতি পর্দায় বেশ আনাগোনা তার। কিন্তু তার কিছু উদ্ভট সাজ নিয়ে শুরুতে সমালোচিত হন বেশি। তবে সেসব এখন কমে গেছে অনেকটাই, বিপরীতে তৈরি হয়েছে তার নতুন ভক্তমহল।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়া মনি। সেখানে কাজ-ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন তিনি। অতীতের কিছু মজার ঘটনাও শেয়ার করে নেন অভিনেত্রী।
একটা সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল রিয়া মনির লুক। আদতে তাদের অনেকে শুরুতে তাকে ছেলে মনে করতেন। কারণ তার হেয়ারকাট থেকে শুরু করে পোশাক-আশাকে ছিল বৈচিত্র্য। কিন্তু রিয়া এবার নিজেও এ বিষয়ে কথা বললেন। বয়কাট করার পর ঘরের বাইরে বের হলে অনেকে তাকে ছেলেই ভাবত। মেয়েদের থেকে নাকি প্রেমের প্রস্তাব পেয়েছেন এ অভিনেত্রী।
রিয়া মনি বলেন, দুই বছর আগে যখন চুল একেবারেই শর্ট করে ফেলি, তখন আমি স্বাভাবিকভাবে বাইরে ক্যাফেতে কিংবা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করি। আমি খেয়াল করি ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই আমাকে ফোকাস করছে। সে জায়গা থেকে আমি সত্যি কথা বলব— মেয়েরা ভাবত আমি ছেলে। কারণ আমার আউটফিট, সবকিছু মিলিয়ে ভাবত ছেলে। তো সে জায়গা থেকে আমিও মেয়েদের প্রপোজ পেয়েছি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড