প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
সীমান্তে মাইক্রোবাসে মাদক পাচারকালে চালকসহ আটক-২
ইলিয়াস আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ' ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
শুক্রবার (২ মে) রাত ১১টার সময় উপজেলার রত্নাই সীমান্তের বারোসা গ্রামে তাদের আটক করে বিজিবি।
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সোবহানের ছেলে সাবেক সেনা সদস্য রতন ও বালিয়াডাঙ্গী থানা সংলগ্ন ফুলতলা গ্রামের মরহুম খোরসেদ আলম ঠিকাদারের ছেলে মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম।
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল রত্নাই বারোসা গ্রামের রাস্তায় পূর্ব হতে ওৎ পেতে থাকে। এসময় মাদক কারবারী সুপার জিএল ঢাকা মেট্রো ছ-১৪-০৯৩৬ মাইক্রোবাস যোগে মাদক পাচার কালে মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৭শ' ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাসসহ চালক দবিরুল ইসলামকে আটক করে রাতেই স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিজিবির পক্ষ থেকে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত