বিজয় ত্রিপুরা, বান্দরবান প্রতিনিধি:
বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণ কবলে পড়ে মনসুর আহমেদ (২৬) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত মনসুর আহমেদ (২৬) কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় মনসুর সীমান্ত এলাকা থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে থাকেন। আজও সে বাঁশ সংগ্রহ করতে গেলে সে এক পর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। সেখানে আগে থেকে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়ে সে। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।নাইক্ষ্যংছড়ি স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড